ব্যবসাবান্ধব সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা
এপ্রিল ২৬, ২০১৭ , ৫:৪০ পূর্বাহ্ণ

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম বলেছেন, বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য হল জনগণের কল্যাণ। জনগণ যাতে কোনোভাবেই ক্ষতির শিকার না হয় সে ব্যাপারে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। দেশের  উন্নয়নে বৃহত্তর ভূমিকার অধিকারী ব্যবসায়ীদের স্বাভাবিক ব্যবসা প্রক্রিয়া চালু রাখতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে । সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভিশন টুয়েন্টিওয়ান বাস্তবায়ন সম্ভব। এওয়ার্ড ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর যৌথ উদ্যোগে ‘ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গবেষনালব্দ তথ্য-উপাত্ত বিশ্লেষন’ শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গতকাল বুধবার এওয়ার্ড ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর যৌথ উদ্যোগে এবং দাতা সংস্থা এসডিসি ও সেফারওয়াল্ড বাংলাদেশ-এর সহযোগিতায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেটের জেলা প্রশাসক মো: রাহাত আনোয়ারের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি সালাহউদ্দিন আলী আহমদ।

এওয়ার্ড-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী মো: আবুল কালাম আজাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় প্রকল্পের প্রেক্ষাপট বর্ণনা করেন সেফারওয়ার্ল্ড বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজার বিভাষ চক্রবর্তী। গবেষনায় প্রাপ্ত তথ্য উপস্থাপন করেন এওয়ার্ড প্রজেক্ট-এর কো-অর্ডিনেটর ফারুক আহমদ।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব দেবজিৎ সিনহা। সিলেট বিজনেস ফর পিস কমিটির সদস্য ও সংস্কৃতিকর্মী ইন্দ্রানী সেনের পরিচালনায় মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সময় টিভির ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির, সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক মো: জিয়াউল হক জিয়া, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়া, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, দৈনিক কাজিরবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, কাউন্সিলর আলহাজ্জ মো: রাজিক মিয়া, কাউন্সিলর শাহনারা বেগম, সিলেট মেট্রোপলিটন ‘ল কলেজের ভাইস প্রিন্সিপাল এডভোকেট ড. শহীদুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান কামাল আহমদ, আল হামরা ব্যবসায়ী সমিতির সভাপতি মো শামসুল আলম, সুরমা মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন শিরুল, এনজিও কর্মী এটি এম বদরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন এম্পাওয়ারিং কমিউনিটি থ্রো বিজনেস ফর পিস কমিটির আহবায়ক ছাবির উদ্দিন।