এওয়ার্ড

Association of Workers for Alternative Rural Development- AWARD

কর্ম কৌশল

এওয়ার্ড্ দৃঢ়তার সাথে বিশ্বাস করে যে, দারিদ্র, ক্ষুধা, অনায্যতা, বৈশম্য, রুগ্নস্বাস্থ্য ও ক্ষমতাহীনতা শোষনহীন সমঅধিকার সম্পন্ন সমাজ বির্নিমানের মৌলিক অন্তরায়। তাই  এওয়ার্ড্ তার সকল কর্ম্ ও কর্ম্ সূচীর  মাধ্যমে দারিদ্রতা, ক্ষুধা, অনায্যতা, বৈশম্য, রুগ্নস্বাস্থ্য ও ক্ষমতাহীনতা শোষনহীনতার বিরুদ্ধে সর্বদা কর্ম্রত। এ ছাড়া এওয়ার্ড্ বিশ্বাস করে যে, সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে বিজ্ঞান মনস্ক জনগোষ্ঠী তৈরী করা বাঞ্চনীয়। সকল উন্নয়ন কর্ম্ কান্ডে  সকল শ্রেনী পেশার মানুষের সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় অংশ গ্রহন নিশ্চিত করেই উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়ন করাই এওয়ার্ড্ এর কর্ম্ কৌশল।