এওয়ার্ড

Association of Workers for Alternative Rural Development- AWARD

লক্ষ্য ও উদ্দেশ্য

ন্যায়পরায়নতা, সততা, নিষ্ঠা, ধর্ম্ নিরেপক্ষতা, জবাদিহিতা ও সক্ষমতার সাথে কাজ করা।

সংস্থার উদ্দেশ্য

প্রতিষ্ঠানের দীর্ঘ্ মেয়াদী উদ্দেশ্যসমূহ

  • এমন একটি সমাজ বিনির্মান করা যেখানে নিয়মানুবর্তিতা, শান্তি, প্রগতি, সহযোগীতা ও পারস্পারিক সম্মানবোধ বহাল থাকে এবং মানবধিকার, সুশাসন ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠা হয়।
  • দারিদ্রতা, অজ্ঞতা ও অধিকারহীনতা দুরিকরনের লক্ষ্যে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ সৃষ্টির মাধ্যমে অর্থ্ নৈতিক সামাজিক ও রাজনৈতিক সমস্যার প্রতি সকলের সচেতনা বৃদ্ধি।
  • সমন্বিত উন্নয়ন কর্ম্ সূচির মাধ্যমে বিভিন্ন সামাজিক ও অর্থ্ নৈতিক দুরবস্থা দুর করা।
  • সমাজের সকল মানুষের সৃজনশীলতা, শক্তি ও সম্পদ সঠিক ব্যবহারের মাধ্যমে জনগনের অর্থ্ নৈতিক ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করা।
  • শিক্ষা, প্রশিক্ষণ ও আত্ন কর্ম্ সংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে অভিষ্ট জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।
  • ক্ষমতায়ন প্রক্রিয়ার মাধ্যমে গ্রামীণ জনগণকে নিস্ক্রিয় প্রজা থেকে সক্রিয় নাগরিকে রূপান্তরিত করা।
ক্রম উপজেলার নাম নিয়মিত অনিয়মিত স্বেচ্ছসেবী সর্ব্ মোট
  কোম্পানীগঞ্জ পুরুষ মহিলা মোট পুরুষ মহিলা মোট পুরুষ মহিলা মোট
01 11 60 71 10 05 15 86