এওয়ার্ড

Association of Workers for Alternative Rural Development- AWARD

সর্বশেষ:

লক্ষ্য ও উদ্দেশ্য

ন্যায়পরায়নতা, সততা, নিষ্ঠা, ধর্ম্ নিরেপক্ষতা, জবাদিহিতা ও সক্ষমতার সাথে কাজ করা।

সংস্থার উদ্দেশ্য

প্রতিষ্ঠানের দীর্ঘ্ মেয়াদী উদ্দেশ্যসমূহ

  • এমন একটি সমাজ বিনির্মান করা যেখানে নিয়মানুবর্তিতা, শান্তি, প্রগতি, সহযোগীতা ও পারস্পারিক সম্মানবোধ বহাল থাকে এবং মানবধিকার, সুশাসন ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠা হয়।
  • দারিদ্রতা, অজ্ঞতা ও অধিকারহীনতা দুরিকরনের লক্ষ্যে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ সৃষ্টির মাধ্যমে অর্থ্ নৈতিক সামাজিক ও রাজনৈতিক সমস্যার প্রতি সকলের সচেতনা বৃদ্ধি।
  • সমন্বিত উন্নয়ন কর্ম্ সূচির মাধ্যমে বিভিন্ন সামাজিক ও অর্থ্ নৈতিক দুরবস্থা দুর করা।
  • সমাজের সকল মানুষের সৃজনশীলতা, শক্তি ও সম্পদ সঠিক ব্যবহারের মাধ্যমে জনগনের অর্থ্ নৈতিক ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করা।
  • শিক্ষা, প্রশিক্ষণ ও আত্ন কর্ম্ সংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে অভিষ্ট জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।
  • ক্ষমতায়ন প্রক্রিয়ার মাধ্যমে গ্রামীণ জনগণকে নিস্ক্রিয় প্রজা থেকে সক্রিয় নাগরিকে রূপান্তরিত করা।
ক্রমউপজেলার নামনিয়মিতঅনিয়মিতস্বেচ্ছসেবীসর্ব্ মোট
 কোম্পানীগঞ্জপুরুষমহিলামোটপুরুষমহিলামোটপুরুষমহিলামোট
0111607110051586