এওয়ার্ড

Association of Workers for Alternative Rural Development- AWARD

সর্বশেষ:

পঠভূমি

বৃহত্তর সিলেটের কয়েকজন সমাজসেবী ও জনাব কাজী মো: আবুল কালাম এর নেতৃত্বে (জাতীয় এবং আন্তর্জাতিক সামাজিক সংগঠনে সুদীর্ঘ্ দিনের পেশাধারি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব) 1997 ইংরেজীতে এওয়ার্ড্ প্রতিষ্ঠা লাভ করে। সামাজিক উন্নয়ন সূচকের অনেক-অনেক সূচকে তখনও সিলেট ছিল দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক পিছিয়ে। এমতাবস্থায পিছিয়ে পড়া নারী, পুরুষ ও শিশুদের আর্থ্ সামাজিক  উন্নয়নে সেবামূলক কাজ করার মাসষিকতা নিয়ে এ সংস্থার প্রতিষ্ঠা। এওয়ার্ড্ বাংলাদেশ সরকারের উন্নয়নের মূলধারার সাথে সামজস্যতা বজায় রেখে উন্নয়মূলক কাজ করায় বিশ্বাসী। সমাজসেবী সংগঠন এওয়ার্ড্ এর প্রতিষ্ঠাকালীন সময়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ্ পরযালচনা করে দেখেন যে, সরকারী অথবা উন্নয়মূলক প্রতিষ্ঠান সমূহের উৎপাদিত সেবা শহুরে অথবা উপশহর বা শহরের সাথে ভালো যোগাযোগ আছে এমন জনগোষ্ঠী ভোগ করছেন। যোগাযোগ বিচ্ছিন্ন, ভংগুর যোগাযোগ অথবা অজপাড়াগায়ের লোকজন ঐ সকল সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত। উপরন্ত চরম দারিদ্রতা, উগ্রধর্মান্ধতা, অশিক্ষা, অপ্রতুল সমাজ সেবা ও কুসংস্কারে আছন্ন জনগোষ্ঠির সার্বিক উন্নয়নের মহান ব্রত নিয়ে এওয়ার্ড্ এর পথচলা শুরু।